খানসামা

বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজি মামলায় খানসামায় যুবলীগ নেতা আটক

প্রিন্ট
বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজি মামলায় খানসামায় যুবলীগ নেতা আটক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৯



দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাচিনীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় গত বছরের ২৩ অক্টোবর দায়ের হওয়া মামলায় এ গ্রেপ্তার দেখানো হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।