খানসামা

খানসামায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

প্রিন্ট
খানসামায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:১৭


দিনাজপুরের খানসামা মডেল মসজিদে সোহেল রানা হজ্ব কাফেলার আয়োজনে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খানসামা দ্বিমুখী ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সোহেল রানা হজ্ব কাফেলা ও সানফাইন ট্রাভেল ইন্টারন্যাশনালের পরিচালক আলহাজ্ব সোহেল রানা।

এছাড়া বগুড়া চকলোকমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ উল্লাহ, দিনাজপুর চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোখতার হোসেন শেখ, কুমড়িয়া জামে মসজিদের খতিব আজিজুর রহমান আইয়ুবী, স্থানীয় প্রতিনিধি আব্দুল জব্বারসহ হজ্ব ও ওমরাহগামীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সোহেল রানা হজ্ব কাফেলার প্রতিনিধিরা হাজীদের জন্য তাদের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।