খানসামা

৫ দফা আদায়ে খানসামায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রিন্ট
৫ দফা আদায়ে খানসামায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:২১



জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাকেরহাট ডিগ্রি কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকেরহাট গ্রোয়াস মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. সামিউল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা।

এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আতাউর রহমান সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মো: আসেদ আলী, উপজেলা ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি মাওলানা মনিরুজ্জামান জিহাদী বিন সিরাজী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহিতুল আকন্দসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫ দফা দাবি জানায়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। চলমান সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।