দিনাজপুরে চিরিরবন্দরে আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ চিরিরবন্দর হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫ টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামী এর আয়োজনে উপজেলার দারুল ফালাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়।
এই ৫ দফা দাবি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিবুর রহমান পলাশ, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামী এর সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাশেদুল হক সহ আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামী এর সাবেক আমির মোঃ লুৎফর রহমান ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এর সভাপতি মাঃ মোঃ রাজিউল ইসলাম, পেশাজীবি ফোরাম চিরিরবন্দর শাখার সভাপতি মোঃ রমজান আলী সহ চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামী এর রাবোটি ইউনিয়নের কর্মীসমর্থকবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা বলেন " আজকে একটি রাজনৈতিক দল বলেছেন তারা নাকি পিআর বুঝেন না তাহলে চান্দা তোলা বোঝেন বিভাবে?? আগামী নির্বাচন হবে যুবকদের উন্নয়নের নির্বাচন, ঘুষ ও দুর্নীতিমুক্ত নির্বাচন, চান্দা মুক্ত নির্বাচন এই জন্যই পিআর পদ্ধতি প্রয়োজন।"
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেন " একটি দল ৫ই আগষ্টের পরে স্বৈরাচারের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। চান্দার পরিমাণ এতো পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে চান্দাভাই শুধু রাজধানীতেই নয় দেশের প্রতিটি ইউনিয়নে তৈরি হয়েছে।"
উল্লেখ যে আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল -ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
মতামত