দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে আর্থিক সহায়তা করেছেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পরিষদ হল রুমে সিংড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের ১৩টি দুর্গা মন্দিরের আয়োজক কমিটির হাতে এ সময় আর্থিক উৎসব প্রনোদনা দেওয়া হয়।
সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালনায় উৎসব প্রনোদনায় উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোরশেদা বেগম, জাহানারা, সিংড়া ইউনিয়নের সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমূখ।
এ সময় দক্ষিণ ভর্ণাপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের সভাপতি শ্রী অজিত কুমার বলেন, এ উদ্যোগকে আমরা সনাতন সম্প্রদায় সাধুবাদ জানাই এই আর্থিক অনুদানে আমরা অনেকটা হলেও উপকৃত হব।
পূজা মণ্ডপে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, আপনারা যেমন আপনাদের ধর্মকে ভালবাসেন, আমিও আমার ধর্মকে ভালোবাসি। যারা ধর্মকে ভালোবাসে তারাই সত্যিকারের ভালো মানুষ হতে পারে। আমি একজন ধর্মভীরু মুসলমান,ধর্মের প্রতি অনুগত। ধর্মকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়। যারা ধর্মের প্রতি অনুগত নই তারা কখনো ভালো মানুষ হতে পারে না। আপনারা আপনাদের ধর্মকে ভালেবাসেন, ধর্মের যে নিয়ম-কানুন, বিধিবিধান আছে, শাস্ত্রিয় আইন আছে সেগুলো মেনে চলুন দেখবেন জীবন সুন্দর হবে। আমি আপনাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য উদার্ত আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপি, জামায়াতের নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবেন। পাশাপাশি পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতামত