দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের বাজারের মধ্যে কাঠের চৌকিতে বসে গাঁজা বিক্রি করছিলেন আব্দুল করিম (৮০) নামে এক মাদকবিক্রেতা। পরে থানা পুলিশের হাতে আটক হয় ওই মাদকবিক্রেতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের আজাদমোড় বাঘেরহাট থেকে তাঁকে আটক করা হয়।
আটক আব্দুল করিম পৌরশহরের সৈদয় খাঁ (এস,কে) বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত কেফাতুল্লাহ ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, সাদা পোশাকের পুলিশের একটি টিম জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ি জনাকীর্ণ বাজারে চৌকিতে বসে গাঁজা বিক্রি করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে কৌশলে গিয়ে হাজির হয়। এসময় ছোট ছোট ৯টি কাগজে মোড়ানো গাঁজার পুরিয়াসহ ওই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। বয়োজ্যেষ্ঠ হওয়ায় তাকে কেউ সন্দেহ করতেন না। এ সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি গাঁজার ব্যবসা করতেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম স্যার নিজে ঘটনাস্থলে আছেন। মাদক বিক্রির বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, মাদক ব্যবসায়ি এবং মাদক বিক্রেতার কোন ছাড় নেই। তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স।
মতামত