বীরগঞ্জ

বীরগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

প্রিন্ট
বীরগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:১৩


দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর শিশুকন্যা মুশফিকা জান্নাত (৮) নামের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার। 

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মুশফিকা উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গুচ্ছ গ্রামের মাসুদ রানা'র মেয়ে। 

শিশুকন্যার চাচা তরিকুল ইসলাম জানান, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয় মুশফিকা। পরে পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে রাতে নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজিতে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাদুল্লাপাড়া এলাকায় উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়েছে। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মসলেম উদ্দিন জানান,শিশু কন্যাটি নিখোঁজের খরব পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। এবিষয়ে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে শিশু মুশফিকাকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে। 

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান শিশু মুশফিকা নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আবগত নই। তবে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস এর সঙ্গে যোগাযোগ করা হলে লাশ উদ্ধারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়েছে।