সারাদেশ

পাঁচবিবিতে বিএনপি নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রিন্ট
পাঁচবিবিতে বিএনপি নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:২১


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক একাধিক বারের ইউপি সদস্য ও পৌরসভার কাউন্সিলর মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জুর অকাল মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

বুধবার বিকালে পৌর বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের স্মরন সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল । 

স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক মোঃ গোলজার হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক থানা ছাত্রদলের সভাপতি আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, সাবেক পৌর বিএনপির নেতা প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ লতিফ মন্ডল, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সম্পাদক আব্দুল মতিন, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন উর রশীদ রাজু মাস্টার, সম্পাদক মোঃ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ লিটন, বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবাহান মহুরী, সম্পাদক মোঃ মামুনুর সরকার রাশেদুল, জেলা যুবদল নেতা মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মিজানুর রহমান, মাহমুদ হোসেন মামুন, সাব্বির হোসেন, রাজ খান, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্বরণ সভায় প্রায়াত এ বিএনপি নেতার কর্মজীবনের উপর আলোকপাত শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।