জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে সভাটি হয়। আইন-শৃঙ্খলা সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার যেন সৃষ্টি না হয়। উৎসব পালনে কোন অপশক্তি যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সভায় এ বিষয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।
সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোঃ বেলায়েত হোসেন, নবাগত পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল ইসলাম, পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন, আটাপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার শ্রী অমরেশ চন্দ্র, প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ধরঞ্জীর চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মতামত