দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন শাহ্-এর মালিকানাধীন (MHB )ইট ভাটা থেকে তিনটি ট্রান্সফরমার ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতির ঘটনাটি ঘটে। এতে ভাটার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ।
ভাটা মালিক মোকাররম হোসেন শাহ্ জানান, প্রতিদিনের মতো রাতে শ্রমিকরা কাজ শেষে চলে যান। ওই সময় ভাটার পাহারাদার কক্ষে না থেকে বাহিরে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা পিছন দিক থেকে ধরে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ভাটার তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। এতে ভাটার প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে যানা যায়। এ ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলায় বিভিন্ন ভাটা চুরির ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে , যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত