সারাদেশ

পাঁচবিবির পুজা কমিটিকে চাল দিলেন উপজেলা প্রশাসন

প্রিন্ট
পাঁচবিবির পুজা কমিটিকে চাল দিলেন উপজেলা প্রশাসন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২০



আনন্দ উৎসব ও নির্বিঘ্নে সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবির প্রতিটি পুজা উদযাপন কমিটির মাঝে সরকারি বরাদ্দের চাল প্রদান করেন উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পুজা কমিটির হাতে ৫'শ কেজি চালের ডিও লেটার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেমেশ্বর মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক জানান, এবছর উপজেলার ৭৫'টি মন্দিরে ৩৭ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয় উপজেলা প্রশাসন।