জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে অংশ নিয়ে শহীদ হয় জয়পুরহাটের পাঁচবিবির বিএম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মোঃ নজিবুল সরকার বিশাল। পরের প্রজন্মের নিকট শহীদ বিশালের এই অনবদ্য অবদান স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা শহীদ বিশালের স্বরণে একাডেমী ভবনের নামকরণের ব্যবস্থা করেন।
সোমবার প্রতিষ্ঠানে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী নবনির্মিত একটি একাডেমী ভবন শহীদ বিশালের নামে করার ঘোষণা দেন।
এসময় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, শহীদ বিশালের বাবা মোঃ মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন।
পরে জেলা প্রশাসক মহোদয় কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃতি করেন।
মতামত