সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৪ এ দিনাজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খানসামা উপজেলার বালক দল কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দল আলোকঝাড়ী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুই দলের খেলোয়াড়রা।
মতামত