সারাদেশ

সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল ও জনগণ সবাই যথা সময়ে নির্বাচন চায়

প্রিন্ট
সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল ও জনগণ সবাই যথা সময়ে নির্বাচন চায়

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:০৫



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার , রাজনৈতিক দল, নির্বাচন কমিশন সর্বপরি দেশের সাধারণ মানুষ সবাই নির্ধারিত সময়ে নির্বাচন চায়। জনগণ তাদের ক্ষমতা যেটি ২০০৮, ২০১৪,২০১৮ ২০২৪ এ যথাযথ ভাবে প্রয়োগ করতে পারেনি। একবার নিশি রাতের ভোট হয়েছে , ডামি ভোট হয়েছে। কাজেই জনগণ তাদের অধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। 


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে জিলা স্কুল অডিটোরিয়ামে দিনাজপুর শিক্ষক - কর্মচারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডাঃ জাহিদ হোসেন বলেন, আগামীর ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, আমরা অনেক কথা বলছি কিন্তুু আমাদের শুনতে হাসি লাগে অথবা মনে প্রশ্ন জাগে আজকের যে কথা বলার কথা নয়, আগামীর ফেব্রুয়ারীর নির্বাচন প্রধান উপদেষ্টাও বলেছে নির্বাচন কমিশনও বলেছে ঘোষণা এসেছে এবং আমরা আশাবাদী মধ্য ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হবে।

কাজেই জনগণকে বঞ্চিত করে আবারও বিভিন্ন ভাবে বলছে আবারও নাকি ওয়ান এলিভেন আসবে কেউ কেউ বলছে আবার নাকি স্বৈরাচারের আবির্ভাব হবে। তাদের সবার জানা জরুরি যারা ওয়ান এলিভেন করেছিলেন তাদের কথা মনে আছে কিভাবে পালিয়েছেন। 

তিনি আরও বলেন, জনগণ যাকে দায়িত্ব দিবে যে পদ্ধতিতে দিবে আমরা মেনে নিব। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাখার চেষ্টা করব। কোন দূরাবস্থাতেই স্বৈরাচার অথবা অন্যতম সাংবিধানিক ব্যবস্থার রাস্তাকে সুগম করার জন্য কেউ হাত মেলাবেন না।

অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন চৌধুরী দুলাল, কর্মচারী ঐক্যফেডারেশনের মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা বক্তব্য রাখেন। 

এসময় জেলার ১৩ উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দ ও দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।