হাকিমপুর

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদকে টিম

প্রিন্ট
হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদকে টিম

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:০৫


দিনাজপুরের হিলিতে স্যোসাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কার অনিয়ম তদন্তে নেমেছে দুদকের একটি দল।


 সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কার কাজের অনিয়ম তদন্তে আসেন  দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।
হাকিমপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি পর্যন্ত ১৫০০ মিটার রান্তার সংস্কার কাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। দুদক তদন্তের আসার কারন হলো সন্ধ্যার পর যে কার্পেটিং এর কাজ করা হয়েছে বৃষ্টি আসার কারনে ১১৬ মিটার রাস্তার কার্পেটিং কিছুটা উঠে যাওয়ার কারনে সমস্যা তৈরি হয়েছে সেজন্য দুদক তদন্তে এসেছে।
দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার বলেন, আমরা দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ হাকিমপুর উপজেলার এলজিইডির একটি রাস্তার সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তে এসেছি। আমাদের কাছে অভিযোগ ছিলো রাস্তার যে কার্পেটিং আছে সেটি হাত দিয়ে উঠানো যাচ্ছে। নিরপেক্ষ প্রকৌশলী সহ আমরা তদন্তে যে সমস্যাটি পেয়েছি সেটা হলো রাস্তার কিছু জায়গায় কার্পেটিং উঠে গিয়েছে।
তিনি আরো বলেন, আমরা রাস্তার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছি এগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যে প্রতিবেদন আসবে তার ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, স্যোসাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ঢালাইয়ের একদিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। এরপর নড়চড়ে বসে দুদক শুরু হয় তদন্ত