ছবি : মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২১) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ভবানীপুর গ্রামের ফেরদৌস আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে খোলাহাটি থেকে দুই বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে পার্বতীপুর উদ্দেশ্যে রওনা করেন মাসুদ। পথিমধ্যে পার্বতীপুর শহরে প্রবেশের আগমুহুর্তে পার্বতীপুর-রংপুর মহাসড়কের হুগলীপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্টভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের বহনকারী মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা গেলেও প্রাণে বেঁচে যায় অপর দুই আরোহী মাসুম (২৪) ও মোস্তাইন ইসলাম রিফাত। পরে সেনাবাহিনী, পুলিশ ও পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহযোগীতায় নিহতের লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহত মোহাম্মদ মাসুম পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি কুতুবপুর এলাকার মেজবাউল হক এবং মোস্তাইন ইসলাম রিফাত উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিতত করে বলেন, নিহত মাসুদ রানার লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে চালক পালিয়ে গেলেও আটক কাভার্ট ভ্যানটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
মতামত