চিরিরবন্দর

চিরিরবন্দরে অটোচালকে মূখমন্ডল বিকৃত মরদেহ উদ্ধার

প্রিন্ট
চিরিরবন্দরে অটোচালকে মূখমন্ডল বিকৃত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১৫


জাফর ইকবাল চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি তালদিঘীরপাড় এলাকার ইউক্যালিপ্টাস বাগানে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় জানান, দুপুরে জনৈক ব্যাক্তি জমি দেখতে গিয়ে ইউক্যালিপ্টাস বাগানে মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসি এগিয়ে গিয়ে দেখে থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফজলে রাব্বি (৩০)।

 সদর উপজেলার ছোট গুরগুলা গ্রামের দোলয়ার হোসনের ছেলে । সে পেশায় একজন অটো চালক। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।