ছবি : বিরামপুরে উলামা সমাবেশ অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিরামপুর উপজেলা শাখার উলামা বিভাগের উদ্যোগে ২৯ আগস্ট, বিকেল ৪টায়, উপজেলা জামায়াত কার্যালয়ে এক উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য ও পাউশগাড়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আমীর হাফিজুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী, হাফেজ মাওলানা আব্দুন নুর, ওয়ায়েজ মাওলানা মাগরীব বিন আফাজ, হাফেজ নূরুন্নবী, মাওলানা রাজিবুর রহমান রাজু, মাওলানা একরামুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা জিল্লুর রহমান ও মাওলানা মিজানুর রহমান প্রমূখ।
উলামা মাশায়েখ ইসলামের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সিদ্ধান্ত নেয়া হয়।
মতামত