দিনাজপুর

দিনাজপুরে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

প্রিন্ট
দিনাজপুরে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

ছবি : দিনাজপুরে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন


প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:০৪

দিনাজপুরে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মমতাজুল আলম স্বপন।

বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর প্রেসকাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মমতাজুল আলম স্বপন বলেন, গত ২৩ আগষ্ট শনিবার দিনাজপুর প্রেসকাবে মৃত মোকছেদুর রহমানের ছেলে মোঃ মোকতার আলী ফয়সাল যে সংবাদ সম্মেলন করেছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি যে দোকান ঘরটির কথা বলেছে আসলে সেটি একটি পরিত্যাক্ত সরকারী খাস জমির উপর নির্মিত দোকানঘর। এই দোকানঘরটি বিগত ৫ই আগষ্টের আগে ইদ্রিস আলী ইদন নামে একজন ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগী তাঁতীলীগের নেতার অধীনে ছিল। এই ইদন সেখানে কাব ঘর বানিয়ে সাধারন মানুষকে প্রচুর হয়রানি ও জুলুম নির্যাতন করত। কিন্তু ৫ই আগষ্টে ছাত্র জনতার ঐতিহাসিক পট পরিবর্তনের পরে নির্যাতিত জনগন সেই কাব ঘরটি ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয়। পরবর্তীতে স্থানীয় জনগন মির্জাপুর সমাজ উন্নয়ন সংঘ নামে একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছে। এই মোকতার আলী সে সময় তার দোকানটি রহমত নামে একজনের কাছে ভাড়া দিয়ে দেয়। এখানে উল্লেখ্য যে, এই মোকতার আলীর ছেলে স্বপ্নীল একজন নেশাখোর ও সন্ত্রাসী। সে প্রাইশ পার্শ্ববর্তী দোকানদারদের সাথে খারাপ ব্যবহার করত এবং যাকে ভাড়া দিয়েছিল তার রতি মালামালগুলো নিজের বলে কেড়ে নিতে চায়। এমতাবস্থায় রহমত তার মালামালগুলো নিয়ে যায় এবং দোকানের চাবী মির্জাপুর সমাজ উন্নয়ন সংঘের কাছে দিয়ে যায়। সে নিয়মিত ভাড়া পরিশোধ করে না। তার কাছে ভাড়া চাইতে গেলে অকথ্য ভাষায় গালাগাল করে। এ পর্যন্ত তার কাছে প্রায় ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া রয়েছে। এই দোকানগুলির ভাড়া দিয়ে একটি মাদ্রাসা চলে যেখানে এলাকার শিশু কিশোররা ফ্রিতে কোরআন শিা পেয়ে থাকে। তাছাড়া এই টাকা সমাজ বিনির্মানে বৃরোপন ও অন্যান্য সামাজিক কর্মকান্ড করে।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, মোকতার আলী একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি। সে একেক সময় একেক রকম কথা বলে। তার নিজের আত্মীয়-স্বজনের সাথে তার সম্পর্ক ভালো না। তার নিজের সন্তানকে সে তার সংবাদ সম্মেলনে আনতে পারে নাই। সে নিজে ফ্যাসিষ্ট এর দোসর এবং আমাদের এই কাবের ঘরটি দখলের অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করছে। এখানে কোন চাঁদাবাজি বা অন্য কোন উদ্দেশ্য নেই। সে থানাতে অভিযোগ দিয়েছিল কিন্তু তার সাীরা কেউই তার সাথে এই মিথ্যা অভিযোগ করতে রাজী হয় নাই এবং তদন্ত কর্মকর্তা তদন্ত করে এরকম কোন ঘটনার সত্যতা খুঁজে পাই নাই। 

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম (পান্না), মোঃ নুরন্নবী, মোঃ গুলজার হোসেন, মোঃ লোকমান হোসেন, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।