দিনাজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক আবু তাহেরের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকারম হোসেন, সাবেক জেলা দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক কাজী মাহমুদ হোসেন লিটু, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ মজুমদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টি সার্বিক পরিচালনায় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু দায়িত্ব পালন করছেন।
আট দলের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাসিমপুর একাদশ ও বড়মার একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে মাশিমপুর একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বড় মাঠে একাদশ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে আর কোন গোল না হলে টাইব্রেকারে খেলা গড়ায়। টাইব্রেকারে বড়মাঠ একাদশকে ৯-৮ গোলে পরাজিত করে মাসিমপুর একাদশ।
মতামত