ছবি : পার্বতীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: " প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুর পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, গ্রাম বিকাশ কেন্দ্রের রেইজ প্রকল্প সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। পরে হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্রের রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর নুরে আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র ও স্বল্প সুদে ঋণের চেক প্রদান করা হয়।
এ ছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ানে দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় জনকল্যাণে সুনামের সাথে কাজ করে আসছে গ্রাম বিকাশ কেন্দ্র বা জিবিকে।
মতামত